শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বনের জমি উদ্ধার তৎপরতার প্রতিবেদন চায় সংসদীয় কমিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৫৯ জন নিউজটি পড়েছেন

সরকারি রেকর্ডভুক্ত এমন প্রায় এক লাখ একর বনভূমি বেদখলে রয়েছে। এই জমি উদ্ধারে সরকারের তৎপরতা জানতে মন্ত্রণালয়ের কাছে লিখিত প্রতিবেদন চেয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রতিবেদন অবৈধ দখলদারদের কবল থেকে জমি উদ্ধারে সব ধরনের তৎপরতার বিস্তারিত জানাতে বলা হয়েছে।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার, রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশ নেন।
বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, বেদখলে থাকা এসব বনভূমির সর্বশেষ অবস্থা, উচ্ছেদ প্রক্রিয়া, সরকারের নিয়োগকৃত আইনজীবীদের ভূমিকা, দখলদার উচ্ছেদে কতবার নোটিশ দেওয়া হয়েছে সে সম্পর্কেও তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি বলেন, এক লাখ একরের বেশি বনভূমি অবৈধ দখলে রয়েছে। এই এক লাখ পুরোপুরি কাগজে-কলমে বনের জমি। এর বাইরেও অনেক বনভূমি বেদখলে রয়েছে। কমিটির পক্ষ থেকে এ জন্য মন্ত্রণালয়কে বিস্তারিত একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এক কোটি চারা রক্ষায় সামাজিক সম্পৃক্ততা চায় কমিটি : মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচিতে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। গত ১৬ জুলাই মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English