রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

পুলিশ হেফাজতে ইয়াবা ব্যবসায়ীর মৃত্যু, ওসি সাসপেন্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

কক্সবাজার সদরের খরুলিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অবস্থায় খুচরা ইয়াবা বিক্রির সময় গণধোলাইয়ে শিকার এক ইয়াবা ব্যবসায়ীর থানা হেফাজতে মৃত্যু হয়েছে। তবে, পুলিশের দাবি আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১১ আগস্ট) সকালে মারা যান।

এ ঘটনায় কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবিরকে সাসপেন্ড করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন।

মারা যাওয়া নবী হোসেন (৩৮) সদরের বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দুস শক্কুরের ছেলে।

এর আগে গতকাল সোমবার দুপুরে খরুলিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অবস্থায় খুচরা ইয়াবা বিক্রি করার সময় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে তাকে আটক করার চেষ্টা করলে সে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার ধারালো অস্ত্রের আঘাতে উপস্থিত টমটম চালক সাহাব উদ্দিনসহ কয়েকজন আহত হন। পরে তাকে ধাওয়া করে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। এ সময় তার শরীর তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্র (ছুরি) নগদ ১ লাখ আটাশ হাজার টাকা ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান বলেন, ‘খবর পেয়ে স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দেয়। সদর থানার এসআই অঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই ইয়াবা ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে যান। তখন সে সুস্থ ছিল বলে জেনেছি।’

সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, ‘এক ইয়াবা ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে আটক করে রাখার খবর পেলে পুলিশ ওই ইয়াবা ব্যবসায়ীকে আহতাবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। সকালে সে অসুস্থবোধ করলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’ তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মুঠোফোনে যোগাযোগ করা হলে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আবদুর রহমান বলেন, ‘হাসপাতাল হতে একটু বাইরে আছি, পুলিশের আনা ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় না হাসপাতালে আনার আগে মারা গেলেন তা জেনে বলতে হবে।’

তবে, পরে তাকে ফোন করা হলেও আর রিসিভ করেননি।

এদিকে, এ ঘটনায় কক্সবাজার সদর থানার ওসি সৈয়দ মো. শাহজাহান কবিরকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন। তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তরও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English