কবিতা: রহস্যময়ী
কলমে: মো: আশরাফুল ইসলাম
****************************
রহস্যের আলোকে রহস্যময়ী ভূবন,
কালো চোখ, বাঁকা ঠোঁট এর মাঝেই লুকাইত রহস্য।
সৃষ্টি থেকে করে শুরু স্রষ্টার সব উদ্ভাবনেই,
লুকিয়ে আছে অজানার অন্তরালে আবেগময়ী রহস্য।
কখনও বা দেখা যায় তার কিছু করিশমা,
বাকি সব চিন্তা করে হতে হয় আপ্লুত ও দিশেহারা।
জানা শুনার আগেই হয়ে যায় কিছু অকল্পিত ঘটনা,
যা বুঝতে ঘাঁটতে হয় মাথা নয়, নানা তথ্য-উপাত্ত।
আশায় দিক হারা হতে হয় বহু আবেগময়ী ছলনায়,
বন্ধু-বান্ধব নয় অবলা নারীর অপ্রত্যাশিত প্রত্যাখানে।
বুঝতে শেখে না সে, কেন করছি এমন;
জানে শুধু আমিই বড়, ঊর্দ্ধে আমি সবার।