শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

বাণীর সবচেয়ে প্রিয় আয়ুষ্মান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

বাণীর সবচেয়ে প্রিয় আয়ুষ্মান বিনোদন ডেস্ক সাত বছরে বলিউডের মাত্র তিনটি সিনেমায় দেখা দিয়েছেন বাণী কাপুর। ‘শুদ্ধ দেশি রোমান্স’–এর মধ্য দিয়ে ২০১৩ সালে বলিউডের রাস্তায় যাত্রা শুরু করেন বাণী কাপুর। ২০১৯ সালের সবচেয়ে অর্থ উপার্জনকারী ছবি ‘ওয়ার’–এ হৃত্বিক রোশন ও টাইগার শ্রফের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। এর মধ্যে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে তাঁর অভিনীত ‘বেফিকরে’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর তাঁকে দেখা যাবে রণবীর কাপুর ও সঞ্জয় দত্তর সঙ্গে ‘শমসেরা’ ছবিতে, আর অক্ষয় কুমারের সঙ্গে ‘বেল বটম’ ছবিতে। আর এবার বাণী কাপুর শুটিং শুরু করতে যাচ্ছেন আয়ুষ্মান খুরানার সঙ্গে। ফিল্মফেয়ারকে ৩১ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, এই প্রজন্মের অভিনয়শিল্পীদের ভেতর আয়ুষ্মান খুরানা তাঁর সবচেয়ে প্রিয়।

বলিউডের নামকরা পরিচালক অভিষেক কাপুরের পরের ছবিতে জুটি বেঁধে ধরা দেবেন বাণী আর আয়ুষ্মান। অভিষেক এর আগে ‘রক অন’, ‘কাই পো চে’, ‘কেদারনাথ’–এর মতো বক্স অফিস সফল ছবি উপহার দিয়েছেন। প্রিয় নায়ক আয়ুষ্মান খুরানার সম্পর্কে বাণীর বাণী, ‘এই প্রজন্মের সেরাদের সেরা আয়ুষ্মান। সে কেবল বাইরে থেকে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, তা-ই নয়, এমন সব চরিত্র করে নিজেকে প্রতিষ্ঠা দিয়েছে, যেগুলো অন্য কেউ করার আগে দশবার ভাববে। আর ভেবে “না” করে দেবে। অথচ, প্রথাবিরোধী এসব চরিত্রই বাস্তব জীবনের সত্যিকারের হিরো। তাঁর প্রথম ছবি “ভিকি ডোনার” দেখে আমি তাজ্জব হয়ে গেছি। কোনো তারকা ছাড়া একা একটা তরুণ প্রথম ছবি করছে, তা–ও আবার এত ঝুঁকিপূর্ণ, “বিতর্কিত” একটা চরিত্র হয়ে। আমি আয়ুষ্মানের সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকি। তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সত্যি সৌভাগ্যের। কাছ থেকে আয়ুষ্মানের শুটিং দেখা, শেখার সুযোগ পাওয়াটা বড় ব্যাপার। “অ্যাকশন/কাট” শুরুর জন্য তর সইছে না আমার।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English