শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

দোহারে করোনায় সংক্রমিতের সংখ্যা ৪০০ ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

ঢাকার দোহার উপজেলায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দোহারে ৪০৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৭ জন। করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, কারও শরীরে করোনা ‘পজিটিভ’ পাওয়া গেলে তাঁর চিকিৎসার ক্ষেত্রে সব ধরনের সহায়তা করা হচ্ছে। করোনা সংক্রমণরোধে সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি জানান, বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৩ জন এবং বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন ১০০ জন।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দোহারে ইতিমধ্যে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে উপজেলার বিভিন্ন হাটবাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা পালনের পাশাপাশি সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলেই করোনা প্রতিরোধ করা সম্ভব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English