জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা।
শনিবার রাজধানীর মানিকমিয়া এভিনিউ থেকে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা সংসদের পতাকা ও কালো পতাকা অর্ধনমিত করে এই শোক মিছিল বের হয়। মিছিলটি ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় জাতির পিতার প্রতি সশ্রদ্ধ সালাম জানান মক্তিযোদ্ধারা। পরে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়।
শোক মিছিলে অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল হাই, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক যুগ্ম মহাসচিব শরীফ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ি বীরপ্রতিক, কমান্ডার মোশাররফ হোসেন, ঢাকা মহানগরের ডেপুটি কমান্ডার শফিককুর রহমান শহীদ, ফরিদ কমান্ডার, আবুল বাশার, সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, রশীদ মন্ডল প্রমুখ।