শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

প্রেসিডেন্ট সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল বেলারুশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। গত সপ্তাহের ওই নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে কারচুপির অভিযোগে বিরোধীদের বিক্ষোভ চরমে ওঠেছে।

রাজধানী মিনস্কে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে পরাজিত প্রার্থী সভেৎলানা তিখানোভস্কায়ার সমর্থকরা। বিক্ষোভকারীদের ওপর পুলিশসহ নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের মধ্যেই রোববার পাল্টা রাজপথে নেমেছে লুকাশেঙ্কোর সমর্থকরা। খবর বিবিসি ও সিএনএনের

বেলারুশে গত ৯ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচন হয়। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের ফল প্রকাশ করে বলেছে, ১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট লুকাশেঙ্কো এবারের নির্বাচনে ৮০ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার প্রধান বিরোধী তিখানোভস্কায়া পেয়েছেন ১০ দশমিক ১২ শতাংশ ভোট।

এমন ফল প্রত্যাখ্যান করে তিখানোভস্কায়া বলছেন, ভোট সুষ্ঠুভাবে গণনা করা হলে তিনি ৬০ থেকে ৭০ শতাংশ ভোট পেয়ে জয়ী হবেন। স্বাধীন পর্যবেক্ষকরাও জানিয়েছেন, এ নির্বাচন মোটেও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি।

ভোটের ফল প্রকাশের পর থেকেই লুকাশেঙ্কোর পদত্যাগ দাবিতে বিক্ষোভে নেমে আসে দেশটির হাজার হাজার মানুষ। তিখানোভস্কায়ার সমর্থকদের দাবি, স্বৈরাচার লুকাশেঙ্কোকে ক্ষমতায় রাখতে নির্বাচনে ব্যাপক দুর্নীতি ও জালিয়াতি করা হয়েছে।

শনিবারও দেশটির রাজধানীতে সরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান কার্যালয়ের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন-পীড়নে অভিযান চালায় দেশটির নিরাপত্তাবাহিনী। হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার এবং পুলিশি জিম্মায় একাধিক বিক্ষোভকারীর মৃত্যুর পর আরও উত্তাল হয়ে উঠে বেলারুশ।

এরইমধ্যে রোববার রাজপথে নেমে আসে লুকাশেঙ্কোর সমর্থকরা। প্রেসিডেন্ট সমর্থকদের জমায়েতের আয়োজক পক্ষ বেলায়া রুস ফেসবুক পোস্টে জানিয়েছে, যারা মাতৃভূমিকে ভালোবাসে এবং দেশকে দ্বিধাবিভক্তের হাত থেকে রক্ষা করতে চায়, তারাই এ র্যালিতে অংশ নিচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যে রোববার লুকাশেঙ্কো জানান, তাকে সমর্থন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বহির্বিশ্বের আক্রমণ থেকে বেলারুশকে সুরক্ষার জন্য রাশিয়া সহায়তা করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English