শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

চিকিৎসক ও নার্সসহ চাঁপাইনবাবগঞ্জে আরো ১৯ জন করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৬৬ জন নিউজটি পড়েছেন

গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক, নার্সসহ আরো নতুন করে ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তদের সংখ্যা দাঁড়াল ৫৮৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭২ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, শিবগঞ্জ উপজেলায় ৪ জন ও ভোলাহাট উপজেলায় ১ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহীর পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা ৬৬ জনের নমুনার প্রতিবেদনের মধ্যে ১৯ জনের দেহে করোনা পজিটিভ প্রতিবেদন আসে। শনাক্তদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স রয়েছেন।

এছাড়া এ দপ্তরের গাড়ি চালকও রয়েছেন। তারা হোম কোয়ারেন্টিনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় আজ রবিবার সকাল থেকে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে এবং এ পর্যন্ত করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English