শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

কাশ্মীরের জঙ্গি আস্তানা থেকে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৬৩ জন নিউজটি পড়েছেন

ভারতের জম্মু-কাশ্মীরের একটি জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত বৃহস্পতিবার কাশ্মীরের পালওয়ামা জেলা থেকে এসব উদ্ধার করা হয়।

অভিযানে জম্মু কাশ্মীরের পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত ছিল ৫০ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর) ও ১৩০ সিআরপিএফ ব্যাটালিয়ন সদস্য অংশ নেয়। দেশটির আন্তিওয়ারা জেলা পুলিশ এক টুইট বার্তায় এসব তথ্য জানায়।

SECURITY FORCES BUSTED TERRORIST HIDEOUT IN AWANTIPORA, INCRIMINATING MATERIAL, EXPLOSIVE MATERIAL , AMMUNITION ETC HAS BEEN RECOVERED.@JmuKmrPolice @KashmirPolice pic.twitter.com/T9PXXoUPDu

— DISTRICT POLICE AWANTIPORA (@AwantipoPolice) August 13, 2020

ঘটনাস্থল থেকে ১৯১৮ একে রাউন্ড, দুটি হ্যান্ড গ্রেনেড, ইউবিজিএল থ্রোয়ার এবং ৪ টি ইউবিজিএল গ্রেনেড সহ অবৈধ পদার্থ ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English