রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

ম্যানচেস্টার সিটি ডাকছে মেসিকে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিস্মরণযোগ্য হার আর একদিন পর ম্যানচেস্টার সিটির আরো এক ব্যর্থতা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে ইউরোপীয় দলবদল বাজারে। ইংলিশ ও স্প্যানিশ সংবাদ মাধ্যমে জোর গুঞ্জন, লিওনেল মেসিকে দলে ভেড়াতে আঁটঘাট বেঁধেই নামার প্রস্তুতি নিচ্ছে ম্যানচেস্টার সিটি।

শেষ তিন মৌসুমে তিনটি লজ্জাজনক হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ পুনরুদ্ধারের মিশন শেষ হয়েছে বার্সার। যার সর্বশেষটায় বায়ার্ন মিউনিখের কাছে নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে বড় হারের মুখোমুখিই হয়েছে দলটি। এরপর কাতালান দলটিকে খোলনলচে পালটে ফেলার ইঙ্গিতই শোনা যাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যমে।

মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, কাতালান দলটি ইতিমধ্যেই মূল দলের ১৭ জনকে তুলে দিয়েছে দলবদলের তালিকায়। যাতে আছে লুই সুয়ারেজ, উসমান দেম্বেলে, আন্তনিও গ্রিজমানদের মতো বড় নামও।

তবে এতে মেসির নাম না থাকলেও ম্যানচেস্টার সিটি আগ্রহ দেখাচ্ছে তাকে দলে ভেড়ানোর, জানাচ্ছে মিরর। আরো জানাচ্ছে, সাবেক কোচ পেপ গার্দিওলাকে মেসির সঙ্গে মিলিয়ে দিতে দলটি ‘যে কোনো মূল্য’ পরিশোধেই আগ্রহী। তবে এতে বড় অন্তরায় হতে পারে বার্সা অধিনায়কের ৭০০ মিলিয়ন ইউরোর দলবদল মূল্য। দুই ক্লাবের মধ্যে দরকষাকষি হলে অথবা মেসি নিজে কাতালান ক্লাবটিকে অনুরোধ করলে সেটা নেমে আসার সম্ভাবনাও আছে বেশ।

আপাতদৃষ্টিতে অসম্ভব বলে মনে হলেও বার্সেলোনার সাম্প্রতিক পরিস্থিতি আর তিন বছর আগে মাত্র ১০ দিনের ব্যবধানে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজির দলে ভেড়ানোর ঘটনার পর গুঞ্জনটিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না মোটেও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English