শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

আবুধাবি থেকে ফেরত পাঠানোয় বিমানবন্দরে প্রবাসীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

আবুধাবি থেকে ফেরত পাঠানো ৬৮ প্রবাসী বাংলাদেশী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান কর্মসূচি পালন করছেন। বিনামূল্যে নতুন টিকেট প্রদান ও কোন ফ্লাইটে তাদের আবারো আবুধাবি পাঠানো হবে সেই নিশ্চয়তা না দেয়া পর্যন্ত তারা বিমানবন্দরে থেকে যাবেন না বলেও জানিয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বিক্ষোভের একপর্যায়ে ফ্লোরে বসে পড়েন তারা। বিক্ষোভের সময় হয়রানি ও আবুধাবিতে ফেরত পাঠানোর দাবিতে সরকারের হস্তক্ষেপ দাবি করেন এসব প্রবাসী।

বিষয়টি স্বীকার করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান। তিনি জানান, প্রবাসীদের বোঝানোর চেষ্টা করানো হচ্ছে।

বিমানের মহাব্যবস্থাপক (প্রশাসন) আশরাফুল আমিন এসে বিক্ষুব্ধ প্রবাসীদের আশ্বস্ত করেছেন, পুনরায় তারা যাওয়ার অনুমতি পেলে টিকেটের বিষয়টি বিবেচনা করা হবে। এতেও কোনো কাজ হয়নি বলে জানা গেছে। প্রবাসীরা তাদের দাবিতে অনড়। এই অবস্থানের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার আবুধাবিতে যাওয়ার পর বিমানবন্দরেই ৬৮ জন প্রবাসীকে আটকে দেয়া হয়। তাদের ইমিগ্রেশন না করিয়েই বিমানের ফিরতি ফ্লাইটে করে ঢাকায় পাঠানো হয়। তারা যেসব কোম্পানি বা এজেন্সির মাধ্যমে আবুধাবিতে গিয়েছিলেন, সেসব প্রতিষ্ঠানের অনুমোদন আবুধাবি সরকার বাতিল করে দেয়। এ কারণে দেশটিতে তাদের ঢুকতেই দেয়া হয়নি।

এর আগে রোববার (১৬ আগস্ট) বিমানের ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন, আবুধাবি থেকে প্রবাসী বাংলাদেশীদের ফেরত পাঠানোর ঘটনায় বাংলাদেশ বিমান বা কোনো কর্তৃপক্ষের দোষ নেই। আবুধাবির আইডেন্টিটি সিটিজেনশিপ অথরিটির অনুমোদন না থাকায় সেদেশের ইমিগ্রেশন বোর্ডিং ওকে করার পরেও বাংলাদেশীদের প্রবেশের অনুমতি দেয়নি দেশটি। ১০ আগস্টের পর আইসিএ অনুমোদন লাগবে না বলে দেশটি জানালেও পরে আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তনের কারণে এই জটিলতা তৈরি হয়েছে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট বাংলাদেশ বিমানের ফ্লাইটে ওই প্রবাসীরা আবুধাবি যাওয়ার পরে তাদের বিমানবন্দরে নামতে দেয়া হয়নি। ফলে তাদের হোটেলে রাখতে বাধ্য হয় বিমান। এছাড়া এয়ার অ্যারাবিয়া ও এমিরেটসের ফ্লাইটে যাওয়া আরও প্রায় আড়াইশ প্রবাসী একই কারণে সেখানে আটকা পড়েছে বলে জানা গেছে।

এর মধ্যে সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টার ফ্লাইটে ২১৪ প্রবাসীকে নিয়ে আবুধাবি থেকে ফিরে বাংলাদেশ বিমানের ফ্লাইট। এর মধ্যে ৬৮ জন বিমানবন্দর থেকে ফেরত পাঠানো যাত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English