রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

আল আমিনের পাকস্থলীতে ২৫৭৬ ইয়াবা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে পাকস্থলীতে করে ইয়াবা পরিবহনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেপ্তার ব্যক্তির নাম আল আমিন।

ডিবি লালবাগ সূত্রে জানা যায়, ১৬ আগস্ট রাজধানীর শনির আখড়া এলাকায় কক্সবাজার থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস থেকে আল আমিনকে গ্রেপ্তার করে লালবাগ জোনাল টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন জানান, তিনি পাকস্থলীতে করে ইয়াবা পরিবহন করছেন এবং এর আগেও কক্সবাজার থেকে একাধিকবার এই পন্থায় ইয়াবা পরিবহন করে রাজধানীতে নিয়ে এসেছেন।

সূত্র আরও জানায়, আল আমিনকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানো হয় এবং এক্স-রে করলে তার পাকস্থলীতে ইয়াবা ট্যাবলেটের পিলেট দৃশ্যমান হয়। পরবর্তীতে গোয়েন্দা কার্যালয়ে এনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পাকস্থলী থেকে ২ হাজার ৫৭৬ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় রমনা মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English