শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সোনার দাম কিছুটা কমল, ভরি ৭২,২৫৮ টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

আট দিনের মাথায় সোনার দাম আবার কিছুটা কমল। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে লাগবে ৭২ হাজার ২৫৮ টাকা। এর আগে ভরি ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। ফলে ভরিতে দাম কমল ১ হাজার ৪৫৮ টাকা। নতুন দর আজ শুক্রবার বেলা ২টা থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সোনার দাম কমানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। সর্বশেষ গত ১৩ আগস্ট সোনার দাম ভরিতে সাড়ে তিন হাজার টাকা কমিয়েছিল সমিতি। তার আগে ৬ আগস্ট সোনার দাম বেড়ে ৭৭ হাজার ২১৬ টাকা ভরি হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সমিতি জানায়, সোনার নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭২ হাজার ২৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৯ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৩৬১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫০ হাজার ৩৯ টাকায়।

গত তিন মাস ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দর উধ্বমুখী। সেই কারণে দেশের বাজারেও দফায় দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত ২৩ জুন সোনার দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা, গত ২৪ জুলাই ২ হাজার ৯১৬ টাকা, ৬ আগস্ট ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধি করে জুয়েলার্স সমিতি। তারপর দুই দফায় কমে ৪ হাজার ৯৫৮ টাকা।
জানতে চাইলে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা সোনার দাম কমার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English