সোশ্যাল মিডিয়ায় টিকটক এবং অন্যান্য অ্যাপস ব্যবহার করে অশ্লীল ভিডিও আপলোড বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রিটে সোশ্যাল মিডিয়ায় টিকটক এবং অন্যান্য অ্যাপসে কি ধরনের কনটেন্ট বা ভিডিও আপলোড করা যেতে পারে সে বিষয়ে কেন একটি গাইডলাইন তৈরি করা হবে না এ মর্মে রুল জারির জন্য আদালতের কাছে আর্জি জানানো হয়েছে।
তথ্য সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ রিট করেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন।
গত ৫ আগস্ট টিকটক থেকে অশ্লীল ভিডিও বা কনটেন্ট সরিয়ে ফেলা এবং এগুলো তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন এই আইনজীবী।