রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

আর্সেনালের সঙ্গে চুক্তি করলেন সালাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

অবশেষে সালাহ’র সাথে চুক্তি সম্পন্ন করলো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব আর্সেনাল। চুক্তি অনুযায়ী, ২০২০-২১ মৌসুমে আর্সেনালের মূল দলে খেলার জন্য বিবেচিত হবেন তিনি।শনিবার নিজেদের ডিজিটাল প্ল্যাটফরমে সালাহর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির কথা জানায় আর্সেনাল কর্তৃপক্ষ।

ইতিমধ্যে আর্সেনাল একাডেমিতে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সালাহ। সালাহর বয়স এখন ১৭। তার পুরো নাম সালাহ এডিন। নেদারল্যান্ডসে খুদেদের দলে মিডফিল্ডার হিসেবে খেলেন তিনি। টিনএজার এ ফুটবলারকে দলে ভেড়ানোর ঘোষণাটি গানাররা টুইটারে এমনভাবে লিখেছে– যেন প্রথমেই ফুটবলপ্রেমীরা চমকে যাবেন যে, লিভারপুলের সালাহ আর্সেনালে যোগ দিলেন কিনা।

টুইটারে আর্সেনাল একাডেমির টুইটার শেয়ার করেছে ক্লাবটি অফিসিয়াল ফেসবুক। ক্যাপশনে লেখা হয়েছে– আর্সেনালে স্বাগতম, সালাহ। তবে আনুষ্ঠানিক বিবৃতিতেই অবশ্য বিষয়টি পরিষ্কার করেছে ক্লাবটি।

সালাহকে দলে ভেড়ানোর ঘোষণা দিতে খানিক চতুরতার আশ্রয় নিয়েছে আর্সেনাল। টুইটারে এমনভাবে ঘোষণা দিয়েছে যেন লিভারপুল থেকে মিশরিয়ান তারকা মোহামেদ সালাহকে দলে ভিড়িয়েছে তারা। তবে সে টুইটের সঙ্গে দেয়া বিবৃতিতেই অবশ্য সব ধোঁয়াশা পরিষ্কার করেছে ক্লাবটি।

আনুষ্ঠানিক বিবৃতিতে আর্সেনালের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘পেশাদার চুক্তিতে আর্সেনালে যোগ দিয়েছেন সালাহ। নতুন মৌসুমে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের সঙ্গে কাজ করবেন তিনি। মাঝমাঠে নিজের সৃজনশীলতার জন্য বিশেষ পরিচিত সালাহ। ক্যারিয়ারের শুরুর দিনগুলো নেদারল্যান্ডসে কাটিয়েছেন তিনি। আমরা তাকে আর্সেনালে স্বাগত জানাচ্ছি।’

চুক্তি সম্পন্ন করে ক্লাবের ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে সালাহ বলেছেন, ‘আর্সেনালের মতো বড় ক্লাবে যোগ দেয়া সত্যিই ভালো লাগার অনুভূতি। নিজের স্কিল উন্নতির কাজ করার জন্য এটা দারুণ প্ল্যাটফর্ম। আশা করছি একাডেমির মাধ্যমে অচিরেই আমি মূল দলের খেলোয়াড় হতে পারব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English