শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শেখ হাসিনার কাছে বিএনপিকে রাজনীতি শেখার আহ্বান মতিয়া চৌধুরীর

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক রাজনীতি থেকে বিএনপিকে রাজনীতি শেখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা হত্যার রাজনীতি বন্ধ করতে চান। তার ওপর বারবার আঘাত এলেও তিনি কখনো হত্যার রাজনীতি করেননি। সেজন্যই তিনি হত্যার রাজনীতির বিরুদ্ধে অবিচল।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিনী ও আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন। আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।
বিএনপির উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, পাপ কখনো চাপা থাকে না। বিএনপির পাপ বিশ্বব্যাপী প্রচার হয়েছে। একুশে আগস্টের গ্রেনেড হামলার দায় বিএনপি কোনোভাবেই এড়াতে পারে না। রাজনীতি করতে চাইলে রাজপথে আসুন, রাজনীতি করুন। হত্যার রাজনীতি করবেন না।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, একুশে আগস্টে যে গ্রেনেড হামলা হয়েছিল, তা হচ্ছে বিএনপির পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় সন্ত্রাস ও হত্যাকাণ্ড। যার কারণে দেশের সে সময়কার প্রধানমন্ত্রী খালেদা জিয়া দায় এড়াতে পারেন না। দেশবাসী চায়, খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনা হোক। আমরাও সেটাই চাই।
‘একুশে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি জড়িত ছিল না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন দাবির সমালোচনা করে তিনি বলেন, গ্রেনেড হামলার পরপর ঘটনাস্থলে টিয়ারসেল নিক্ষেপ, আহতদের চিকিৎসা না দেওয়া এবং সিটি করপোরেশনের গাড়ি দিয়ে আলামত ধুয়ে ফেলা প্রমাণ করে এর সঙ্গে বিএনপি জড়িত ছিল। আর এখন মির্জা ফখরুল নির্লজ্জ মিথ্যাচার করছেন। এমন মিথ্যাচার বিশ্বের আর কোনো রাজনীতিক করেননি। কারণ গ্রেনেড হামলাকারীরাই বলছে, এ হামলার পরিকল্পনা হাওয়া ভবনে হয়েছিল।
আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি এম এ করিমের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর আহমেদের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।
সভা শেষে আইভি রহমানসহ ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English