শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

ভ্যাট ফাঁকি বন্ধে ইফডি সরবরাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

অবশেষে ভ্যাট ফাঁকি বন্ধে পরীক্ষামূলকভাবে ১০০ দোকানে ইএফডি (ইলেট্রনিক ফিসক্যাল ডিভাইস) সরবরাহ করেছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের প্রধান কার্যালয়ে এ যন্ত্র প্রদান অনুষ্ঠান উদ্বোধন করবেন এনবিআর চেয়ারম্যান। এ যন্ত্র ব্যবহারে ব্যবসায়ীদের কোনো সমস্যা হচ্ছে কিনা তা জেনে পরবর্তিতে পর্যায়ক্রমে তা সারা দেশের দোকানে দোকানে সরবরাহ করা হবে।

ধনী দরিদ্র প্রত্যেক ক্রেতাকে বাধ্য হয়েই পণ্যের মূল্যের সঙ্গে হিসাব কষে ভ্যাট পরিশোধ করে হয়। অথচ অনেক বিক্রেতা ভ্যাটের অর্থ আদায় করেও সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজের পকেটে ভরে। বহু বছর থেকে চলে আসা এ ফাঁকি বন্ধ করতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ইএফডি (ইলেট্রনিক ফিসক্যাল ডিভাইস) নামের সহজে ব্যবহার যোগ্য যন্ত্রের মাধ্যমে ভ্যাট আদায়ের ঘোষণা দেন।

ইএফডি চলতি অর্থ বছরের শুরু থেকে ব্যবসায়ীদের সরবরাহের কথা করোনার কারণে তা পিছিয়ে এই মাস থেকে দেওয়া হয়েছে। এ যন্ত্র ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে ব্যবহার করে পণ্য বিক্রি, ভ্যাট আদায়ে চালান বের করে ক্রেতাকে দেবেন। এ যন্ত্রের সফটওয়্যারের মাধ্যমে এনবিআরের তথ্য ভান্ডারে বিক্রি ও ভ্যাট পরিশোধের তথ্য চলে যাবে। যা এনবিআর কর্মকর্তারা অফিসে বসেই দেখতে পাবেন।

গত ১৬ ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে ১০০টি ইএফডি যন্ত্র ঢাকা ও চট্টগ্রামে সরবরাহে সিদ্ধান্ত নেওয়া হয়। এসব যন্ত্রের সফটওয়্যার সন্নিবেশ করাসহ এ সংক্রান্ত সকল কাজ করতে চীনের প্রকৌশলীদের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে চীনের নাগরিকদের অন্য দেশে যাতায়াত প্রায় বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে ইএফডি যন্ত্রের সফটওয়্যার সংক্রান্ত কাজ করতে চীনের প্রকৌশলীরা আসেন না। আর এতে করোনাভাইরাসের কারণে পিছিয়ে যায় ইএফডি সরবরাহ।

তবে এনবিআর সংশ্লিষ্টরা জানান, চীনের প্রকৌশলীরা আসতে না পারলেও তাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে পরামর্শ নিয়ে কাজ চালিয়েছেন।

এ বিষয়ে এনবিআর সদস্য মো. জামাল হোসেন বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে চীনের নাগরিকরা অনেক দেশেই যাননি। বাংলাদেশে ইএফডি’র সফটওয়্যার সন্নিবেশিতের জন্য চীনা প্রকৌশলীরা আসতে পারেননি। অনলাইনে চীনের প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করে কাজ চালিয়েছি।

কর্মকর্তা বলেন, ইএফডি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা সম্ভব হয়েছে। প্রথম অবস্থায় পরীক্ষামূলকভাবে ঢাকা ও চট্টগ্রামের ১০০ ব্যবসায়ী প্রতিষ্ঠানে ইএফডিতে ভ্যাট আদায় করা হবে। পরীক্ষামূলকভাবে চালু করার পর ভাল মন্দ চিহ্নিত করে তা সংশোধন করা হবে। পরবর্তীতে প্রতি ধাপে ১০ হাজার করে ইএফডি যন্ত্র সরবরাহ করা হবে।

এভাবে সারা দেশে ছড়িয়ে থাকা ভ্যাট প্রদানে সক্ষম ব্যবসাযীদের এ যন্ত্র দেওয়া হবে। ভ্যাট আইন ২০১২ অনুসারে প্রত্যেক বিক্রয় কেন্দ্রে ইএফডি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

পরীক্ষামূলকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ৪০টি মোট ৮০টি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ২০টি ইএফডি যন্ত্র সরবারাহের কথা রয়েছে। ইএফডি যন্ত্রের ডাটা সেন্টার তৈরী করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। প্রতিষ্ঠানটির সঙ্গে চীনের প্রকৌশলীদের যৌথভাবে কাজ করেছে। ইএফডি ব্যবসায়ীদের সরকার কেনা দামেই সরবরাহ করেছে। কিস্তিতেও নেওয়ারও সুযোগ রাখা হয়েছে।

সদস্য জামাল হোসেন বলেন, ইএফডি ব্যবহারে ভ্যাট আদায় করা হলে, পাঁচ টাকার ভ্যাট আদায় করে ২ টাকা আদায় হয়েছে তা বলার সুযোগ থাকবে না। যন্ত্রটি সহজে ব্যবহার করা যাবে। আধুনিক সফটওয়্যারে যন্ত্রটি পরিচালিত হবে।

১ লাখ ইএফডি যন্ত্র কিনতে সরকার ৩১৫ কোটি টাকা বরাদ্দ করেছে। এতে ৬৭ কোটি টাকার ভ্যাট অব্যাহতি দিয়েছে। এসজেডজেডটি কম্পানি এসব যন্ত্র আমদানি করছে।

ইএফডি বিক্রয় কেন্দ্রে রাখা থাকবে। এ যন্ত্র ব্যবহারে ইন্টারনেট প্রয়োজন হবে। এখানে বিক্রির তথ্য দেওয়া হলে কি পরিমাণ পণ্য বিক্রিতে কতটা ভ্যাট পরিশোধ করছে তা সহজে জানার সুযোগ থাকবে। এক মাসের ভ্যাট পরের মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে পরিশোধ না করলে এনবিআর কর্মকর্তারা দপ্তরে বসেই এসব যন্ত্র অকার্যকর করতে পারবে।

ইএফডি যন্ত্রের বিপরীতে বিআইএন নম্বর দেওয়া হবে। একই ব্যবসা প্রতিষ্ঠানে একাধিক যন্ত্র থাকলেও বিআইএন একটিই হবে। তবে প্রত্যেক যন্ত্রের জন্য এনবিআর থেকে বিশেষ কোড দেওয়া হবে। এই সংখ্যা উল্লেখ করে পরিশোধের রশিদ লেনদেন করা হবে।

ইএফডি ব্যবহার করা হলে আদায়ে স্বচ্ছতা আসবে। আবাসিক হোটেল, রেস্তেরা, ফাস্টফুডের দোকান, মিষ্টির দোকান, আসবাবপত্রের বিক্রয় কেন্দ্র, পোশাক বিক্রির কেন্দ্র, বুটিক শপ, বিউটি পার্লার, ফ্রিজ, টেলিভিশন, মোবাইল ও মোবাইলের যন্ত্রাংশ বিক্রির দোকান, গৃহস্থালি সামগ্রী বিক্রি কেন্দ্র, অলংকার বিক্রি কেন্দ্রসহ আরো ১১টি অধিক ব্যবহৃতখাতে “ইএফডি” যন্ত্র ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English