শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন

বিশ্বে করোনা সংক্রমণ কমছে, ব্যতিক্রম দক্ষিণ-পূর্ব এশিয়া: ডব্লিউএইচও

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

বিশ্বের বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণের হার কমছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে। এর উল্টো চিত্র দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়। সেখানে সংক্রমণের হার এখনো বাড়ছে। খবর গার্ডিয়ান ও এএফপির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গতকাল মঙ্গলবার দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৩৪৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮ লাখ ১০ হাজার ৪৯২ জন।

ডব্লিউএইচওর দেওয়া উপাত্তে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্তের দেশ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংক্রমণ হার কমছে। তবে এখনো করোনা সংক্রমণ বাড়ছে দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগরীয় দেশগুলোয়।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গত ছয় সপ্তাহে আক্রান্তের হার ৪ শতাংশ বাড়লেও মৃত্যুহার কমেছে। সেখানে লেবানন, তিউনিসিয়া ও জর্ডানে সংক্রমণ ছড়ানোর গতি সবচেয়ে বেশি। দক্ষিণ এশিয়ার ভারতে সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। প্রতিবেশী নেপালেও এই ভাইরাস দ্রুত ছাড়াচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English