শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

মেসির যতো কীর্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বার্সা ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ক্লাবটির প্রাণভোমরা লিওনেল মেসি। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হল। নতুন মৌসুম শুরু হবার আগেই ক্লাব ছাড়ার কথা বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। গত বছর তিনি যখন ষষ্ঠ বারের মত ব্যালন ডি’অঁর খেতাব জয় করেছিলেন, তখন থেকেই গণমাধ্যমে গুঞ্জন উঠে বার্সা ছাড়তে পারেন মেসি। তবে বরাবরের মতই বিষয়টি অস্বীকার করে আসছেন আর্জেন্টাইন সুপার স্টার।

কিন্তু শেষ পর্যন্ত সেই গুজবটিকেই সত্যি পরিণত করতে যাচ্ছেন মেসি। মঙ্গলবার ( ২৫ আগস্ট) এক ফ্যাক্স বার্তায় তিনি নিজের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন কাতালানদের। এই সংবাদের মাধ্যমে বার্সেলোনার সাথে ২০ বছরের সম্পর্কের শেষটাও অনেকেই দেখে ফেলেছেন। এখানেই ছয়বারে ব্যালন ডি’অঁর জয়ী মেসি বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। অথচ ক্লাবের সাথে তার সম্পর্কের শেষটা খুব একটা সুখকর হচ্ছেনা বলেই অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। ক্লাবের প্রতি নিজের ক্ষোভের বিষয়টিও মেসি তার ফ্যাক্স বার্তায় উল্লেখ করেছেন।

২০০৫: অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়ন

২০০৮: অলিম্পিক স্বর্ণ পদক

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English