শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

মুক্তির প্রক্রিয়ায় নতুন ছবি ঢাকা ড্রিম

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৩৭ জন নিউজটি পড়েছেন

ঢাকা শহর বাসযোগ্যতা হারালেও প্রান্তিক মানুষদের জীবিকার প্রয়োজনে ঢাকায় আসা বন্ধ হচ্ছে না। প্রতিদিন বাড়ছে নগরীর জনসংখ্যা। নানা কারণে আসতে চাওয়া, আসতে বাধ্য হওয়া কিছু মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ঢাকা ড্রিম’ ছবিটি। প্রসূন রহমানের পরিচালনায় নির্মিত এ ছবির মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

এর অংশ হিসেবে এটির অফিসিয়াল পোস্টার প্রকাশ হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাত হোসেন, মুনীরা মিঠু, আবদুল্লাহ রানা, জয়িতা মহলানবীশ প্রমুখ। ২০১৬ সালে প্রয়াত বারী সিদ্দিকীর কণ্ঠে গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে এ ছবির কাজ শুরু হয়। টাইটেল গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি কুমার বিশ্বজিৎ এ ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন।

ছবির বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ। চলতি বছর ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে মুক্তি পেতে বিলম্ব হচ্ছে। তবে এটি কয়েকটি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।

তিনি বলেন, ‘অনেক দিন ধরে বেশ গুছিয়ে ছবিটি নির্মাণ করেছি। ইচ্ছা ছিল আরও আগেই ছবিটি মুক্তি দেয়ার। কিন্তু মুক্তি দিতে পারছি না। কারণ প্রেক্ষাগৃহ বন্ধ। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে অল্প সময়ের মধ্যেই এটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English