শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতিতেই রোহিঙ্গারা ফিরে যাবে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

শেখ হাসিনার সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনাকারীরা আহাম্মকের স্বর্গে বাস করছেন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা সরকার নতজানু পররাষ্ট্রনীতি মানে না বলেই আজকে তিনি বিশ্বনেতায় পরিণত হয়েছেন। বিশ্ব রাজনীতির মধ্যমণিতে পরিণত হয়েছেন। শেখ হাসিনার চৌকস-বিচক্ষণ পররাষ্ট্রনীতির কারণেই রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যাবে। রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো রাজনীতি করার সুযোগ দেয়া হবে না।

বুধবার (২৬ আগস্ট) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি খে বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমখ।

‘নতজানু ও দুর্বল’ পররাষ্ট্রনীতির কারণে সরকার রোহিঙ্গা সংকট সমাধানে সম্পূর্ণরূপে ব্যথ- বিএনপি মহাসচিবের এমন মন্তব্য সম্পকে জাহাঙ্গীর কবির নানক বলেন, মানবতার নেত্রী শেখ হাসিনা ১০ লাখ রোহিঙ্গাকে যদি আশ্রয় না দিতেন, তাহলে নাফ নদীতে সব মানুষগুলোকে আত্মাহুতি দেয়ার মত অবস্থা হত। বিশ্ব মানবতার নেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্ব মানবতার ইতিহাসের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। শেখ হাসিনার চৌকস-বিচক্ষণ পররাষ্ট্রনীতি কারণেই রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যাবে। রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো রাজনীতি করার সুযোগ দেয়া হবে না।

নানক আরও বলেন, যারা বলেন গুটিকয়েক বিপথগামী সেনা সদস্য ‘৭৫ এর ১৫ আগস্ট ঘটিয়েছে। তারাই মূলত মূল ঘটনাকে আড়ালের চেষ্টা করছে। একাত্তরের পরাজিতরাই প্রতিশোধ নেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেই ষড়যন্ত্রকে আমরা প্রতিবাদ করতে পারি নাই।
বাহাউদ্দীন নাছিম বলেন, বাংলাদেশের রাজনৈতিক মহলের ঘনঘটা চলছে। কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

ষড়যন্ত্রকারীদের মীরজাফর ও ঘষেটি বেগমের সঙ্গে তুলনা করে নাছিম বলেন, মীর জাফরের মৃত্যু হয়েছে, ঘষেটি বেগমের মৃত্যু হয়েছে। কিন্তু মীরজাফরের মীরজাফরি চরিত্র, ঘষেটি বেগমদের অপকর্মের মৃত্যু হয়নি। তাদের অনুসারীরা এখনো বেঁচে আছে। তারা সুযোগ পেলেই আঘাত হানবে। এরা সুযোগের অপেক্ষায়। যত বেশি আমরা সংঘবদ্ধ থাকব, এই অপশক্তিরা ততবেশি ঘরে উঠে যাবে। নিঃশ্বেস হয়ে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English