রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

কেসিসির বাজেট ৫০৪ কোটি টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩০ জন নিউজটি পড়েছেন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) চলতি ২০২০-২১ অর্থ বছরের জন্য ৫০৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেক বুধবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৬৬ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা থেকে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৩৩৭ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা। গত ২০১৯-২০ অর্থ বছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৮৬৫ কোটি ৫৪ লাখ তিন হাজার টাকা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৫৮২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৬৭ দশমিক ৩২ শতাংশ।

সিটি মেয়র বলেন, বাজেটে এবারও নতুন কোনো কর আরোপ হয়নি। তিনি আরও জানান, বর্তমানে সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন দাতা সংস্থার ১০টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে এবং তিনটি প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এসব প্রকল্পে ২০২০-২০২১ অর্থ বছর ৮৭ কোটি ৭ লাখ টাকার উন্নয়ন সহায়তা পাওয়ার আশা করা যায়। এডিপিতে দুটি প্রকল্পে ১৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তিনি জানান, রাজস্ব তহবিল থেকে বিভিন্ন উন্নয়নমূলক খাতে মোট ৫১ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রস্ত্মাবিত বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৯ কোটি ৪৯ লাখ টাকা। অবকাঠামো ও রাস্ত্মাঘাট উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণে বরাদ্দ রয়েছে ১২ কোটি ১৫ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ঢাকা থেকে জুম অ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম। পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা। অনুষ্ঠানে কেসিসির প্যানেল মেয়র, কাউন্সিলর, সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English