শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

তিন মাসের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন করোনা শনাক্তের হার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৫৫ জন নিউজটি পড়েছেন

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৬ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। গত তিন মাসে এটি সর্বনিম্ন।এর আগে ২০ মে শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৮৪। গত কয়েক দিন ধরেই সংক্রমণ শনাক্তের হার কমছে।

সব মিলিয়ে দেশে ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনের করোনা শনাক্ত হলো। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪৫ জন। সব মিলিয়ে করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪ হাজার ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা বাড়লেও শনাক্তের সংখ্যা কমেছে।

আজ বৃহস্পতিবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১১ জন নারী।গত ২৪ ঘণ্টায় সুস্থ ৩ হাজার ২৭৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৯৩ হাজার ৪৫৮ জন।

গতকাল বুধবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৯ জনের করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৫৪ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১২৪টি নমুনা। এর আগের দিন ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৩৮৫টি নমুনা।

৮ মার্চ দেশে করোনায় সংক্রমিত প্রথম ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English