রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

বাইডেন ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেছেন দ্বিতীয় মেয়াদের প্রত্যাশী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের দক্ষিণ লনে দলের জাতীয় সম্মেলনে মনোনয়নগ্রহণ শেষে ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। খবর সিএনএন ও বিবিসির

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেই ট্রাম্প একের পর এক আক্রমণ করেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনকে। ভোটের লড়াইয়ে বাইডেনকে ‘দুর্বল’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, বাইডেন ক্ষমতায় এলে ক্ষুণ্ন হবে যুক্তরাষ্ট্রের মহত্ব। ভেঙে চুরমার হয়ে যাবে যুক্তরাষ্ট্রের সব স্বপ্ন।

করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন ভার্চুয়াল হলেও বিষয়িটর কোনো তোয়াক্কাই করেননি রিপাবলিকান ট্রাম্প। হোয়াইট হাউসের দক্ষিণ লনে ট্রাম্পের সম্মেলনে সরকারি কর্মকর্তাসহ প্রায় দুই হাজার অতিথি অংশগ্রহণ করেন। তাদের বসার আসন খুব কাছাকাছি ছিল এবং কাউকে মাস্ক পর্যন্ত পরতে দেখা যায়নি।

নিজের বক্তব্যে ট্রাম্প অন্তত ৪০ বার বাইডেনের নাম মুখে আনেন। তিনি বলেন, বাইডেন মোটেই যুক্তরাষ্ট্রের রক্ষাকর্তা নন। উনি ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবিকা ও উপার্জন বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। বিশ্বাসঘাতকতা আর বিভ্রান্তির দীর্ঘ ইতিহাস রয়েছে বাইডেনের।

ট্রাম্প ভোট চেয়ে বলেন, আগামী নির্বাচনে চূড়ান্ত হয়ে যাবে, আমরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বপ্ন রক্ষা করতে পারবো নাকি বামপন্থীরা (ডেমোক্রেট) এসে আমাদের ভবিষ্যত সুন্দর স্বপ্নকে ধ্বংস করে দেবে?

বর্ণবৈষম্যবিরোধী বিক্ষোভকারীদের ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আপনাদের ভোট নির্ধারণ করে দেবে, আমরা আইনমান্যকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের রক্ষা করতে পারবো, নাকি সহিংসতাকারী সন্ত্রাসীদের আমরা রাজত্ব দিয়ে দেব, যাদের হাতে নাগরিকরা হুমকির মুখে।

এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে টুইটাওে বাইডেন বলেছেন, আজ ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাইডেনের জমানায় দেশের নাগরিকরা নিরাপদে থাকবেন না। এ বার আপনারা নিজেদের প্রশ্ন করুন, ট্রাম্পের জমানায় আপনারা নিজেদের কতটা নিরাপদ মনে করছেন। বাইডেন বলেন, উনি বিদ্বেষে মদদ দিচ্ছেন। হিংসার আগুনে ঘি ঢালছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English