শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

যে লড়াই করছি, তা বাঁচা–মরার লড়াই: ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরে আসার আন্দোলনে ‘ইস্পাত কঠিন ঐক্য’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা এখন যে সংগ্রাম করছি, যে লড়াই করছি— সেটা আমাদের বাঁচা-মরার লড়াই, এটা আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই। এটা খুব কঠিন লড়াই। সেই লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে।’
আজ শুক্রবার বিকেলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা জানি এই সংগ্রাম খুব কঠিন, ডিক্টেটর শিপ থেকে ডেমোক্রেসিতে ফিরে আসা। সে জন্য আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইস্পাত কঠিন ঐক্য। একদিকে আমাদের বিএনপির ঐক্য, সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর ঐক্য। অন্যদিকে একটা জাতীয় ঐক্য। ঐক্য তৈরি করেই বুকের ওপর চেপে বসা ভয়াবহ দানবকে সরাতে হবে।’

দেশের বর্তমান পরিস্থিতির উল্লেখ করে সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের অনেক মানুষ ত্যাগ স্বীকার করেছেন, ৩৫ লাখ মানুষ আসামি হয়েছেন, এক লাখের ওপরে মামলা হয়েছে। হাজারের ওপরে মানুষ খুন হয়ে গেছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ পাঁচ‘শ ওপরে গুম হয়ে গেছেন। এই নিপীড়ন থেকে এমনকি চিকিৎ​সকেরাও রেহাই পাননি। এর থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধের জন্য আমরা যেমন সবাই একতাবদ্ধ হয়ে কাজ করছি, একইভাবে আজকে ড্যাবকে গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য আমরা যে গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনকে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে হবে।’

ভার্চুয়াল আলোচনায় লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যবের সাধারণ সম্পাদক আবুদুস সালাম ও সহসভাপতি আবদুস সেলিম, ফরহাদ হালিম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English