চেন্নাই সুপার কিংস শিবিরে দুঃসংবাদ যেন পিছু ছাঁটছেই না। শুক্রবার অনুশীলনে নামার আগে জানা যায় এক ক্রিকেটারসহ মোট ১০ জন করোনায় আক্রান্ত। এমন খবরে দ্রুতই কোয়ারেন্টিনে পাঠানো হয় গোটা দলকে।
এরপর আজ শনিবার সকালে জানা যায়, দলের অন্যতম ব্যাটসম্যান সুরেশ রায়না ছাড়ছেন দল। খেলবেন না এবারের আইপিএল। গতকাল দ্বীপক চাহার ছিলেন আক্রান্তদের একজন। আজ আক্রান্ত হয়েছেন ব্যাটসম্যান ঋতুরাজ গায়গোয়াড়সহ আরও ৮ জন। এনিয়ে দলে মোট আক্রান্তের সংখ্যা ১৯।
নিয়ম অনুযায়ী আগামী ১৪ দিন সবাইকে থাকতে হবে কোয়ারেন্টিনে। যাদের করোনা শনাক্ত হয়েছে তাদের হোটেলেই রাখা হয়েছে আইসোলেশনে। এদিকে এগিয়ে আসছে আইপিএল শুরুর তারিখ। তার আগে চেন্নাই শিবিরে এতজনের আক্রান্তের খবর নিশ্চয় বিপাকে ফেলবে দলটিকে। সঙ্গে অন্যান্য দলগুলোর খেলোয়াড়, স্টাফদেরও চতুর্থ বারের মতো করোনা পরীক্ষা হবে জানিয়েছে আইপিএল থেকে।