রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

জাতির জনককে দলীয় বৃত্তে আটকে রাখা সম্ভব নয়

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান কোনো দলের নয়। জাতির জনক সকলের, তিনি বাঙালি জাতির নেতা। জাতির জনককে কোনো দলীয় বৃত্তে আটকে রাখা সম্ভব নয়। শনিবার (২৯ আগস্ট) বিকেলে জাপা সোনারগাঁও উপজেলা আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদে বিরোধীদল জাপা চেয়ারম্যান বলেন, জাতির জনক সারাটা জীবন বাঙালি জাতির মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তাঁর সংগ্রাম ছিলো বৈষম্য ও অন্যায়-অবিচারের বিরেুদ্ধে। বাঙালী জাতির স্বাধীকার ও স্বাধীনতার জন্য তিনি যৌবনের মূল্যবান ১৩টি বছর কারাগারে বন্দি ছিলেন। তাঁকে পূর্ব পাকিস্তানের কোনো কারাগারে বন্দি রাখার সাহস পাকিস্তানিদের ছিলো না। তাই পাকিস্তানি শাসক গোষ্ঠী পশ্চিম পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুকে আটকে রেখেছিলেন।

জিএম কাদের বলেন, কারাগারের পাশেই বঙ্গবন্ধুর জন্য কবর তৈরি করেছিলেন। বঙ্গবন্ধুকে ফাঁসি দিয়ে ঐ কবরে দাফনের ঘোষণা দিয়েছিলো পাকিস্তানি শাসকরা। কিন্তু বাঙালি জাতির অবিসংবাদিত নেতা মৃত্যুকে পরোয়া করেননি। তিনি বাঙালি জাতির জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন। জাতিকে মুক্তি দিয়েছেন। তিনি আমাদের জাতির পিতা, তাঁর সংগ্রামী জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জাপা চেয়ারম্যান আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন আওয়ামী মুসলিম লীগের নেতা, পরবর্তীতে তিনি আওয়ামী লীগের নেতা হয়েছিলেন। কিন্তু সত্তরের নির্বাচন এবং একাত্তরের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে বাঙালি জাতির পিতা হয়েছেন। তাই জাতির জনক কোনো দলের হতে পারে না।

জিএম কাদের উল্লেখ করে বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় সংসদে বক্তৃতায় বলেছেন, শেখ মুজিবুর রহমানকে জাতির জনকের মর্যাদা দিতে চেয়েছিলেন। তিনি বলেন, সংবিধান সংশোধন করে বঙ্গবন্ধুকে জাতির জনকের মর্যাদা দেয়ার উদ্যোগে জাতীয় পার্টি সক্রিয় সমর্থন দিয়েছে। জাতীয় পার্টি ভোট দিয়ে সংবিধান সংশোধন করে বঙ্গবন্ধুকে জাতির পিতার মর্যাদা দিয়েছে। কারণ, আমরা সবাই জাতির জনকের কাছে ঋণী।

জাপা প্রধান আরো বলেন, জাতীয় পার্টি জাতির জনককে স্মরণ করবে, তার মানে জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগ হয়ে যায়নি। জাতীয় পার্টি আলাদা বৈশিষ্ট দিয়ে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে চেষ্টা করছে। আমরা তাতে সমর্থন দিচ্ছি, কিন্তু আওয়ামী লীগ ব্যর্থ হলে আমরা এককভাবেই এগিয়ে যাবো। তিনি বলেন, আমরা দেশ ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি।

এসময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাতির জনক কোনো দল, কোনো গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠানের হতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা। তিনি বাঙালি জাতির মহানায়ক। তিনি বলেন, একাত্তরের ৮ মার্চ থেকে বঙ্গবন্ধুর হুকুমে দেশ চলেছে। বঙ্গবন্ধুর বাসভবন থেকে প্রতিদিন যে ফরমান জারি হয়েছে, তা দেশের প্রশাসন পালন করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে এদেশের মানুষ বাঁশের লাঠি নিয়ে ট্যাংকের সামনে লড়াই করেছে। বঙ্গবন্ধুর এমন নেতৃত্ব বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য অ্যাড রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফকরুল আহসান শাহজাদা প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English