শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

‘ভোটাধিকার পেলে গণতন্ত্রের বিজয় হবেই’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩০ জন নিউজটি পড়েছেন

রাজধানীর উত্তরখানে ছাত্রদলের উদ্যোগে শুক্রবার এক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী এম কফিল উদ্দিন আহম্মেদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, দেশের মানুষ ভোটাধিকারের অপেক্ষায় রয়েছে। সুযোগ পেলেই তারা গনতন্ত্রের বিজয় নিশ্চিত করবে।

উত্তর খান ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, সাবেক ইউপি মেম্বার আতিকুর রহমান, জাসাস নেতা মালেক মুন্সি, শরিফ উদ্দিন মৃধা, অ্যাডভোকেট এফ ইসলাম চন্দন, রফিকুল ইসলাম মুকুল, গিয়াস উদ্দিন গিয়াস, মোহাম্মদ আলী, হেদায়েত আক্তার বাদল, জাহিদ মাস্টার, এসএম হান্নান মিলন, জাহাঙ্গীর আলম ভূইয়া, মহিলা দল নেত্রী সাজেদা খাতুন, শিখা, ছাত্রনেতা আনোয়ার হোসেন প্রমুখ।

কফিল উদ্দিন আহম্মেদ বলেন, বর্তমানের নির্বাচন কমিশন ইতিহাসের সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ। তাদের অধীনে সুষ্ঠু ভোট হওয়ার নজীর নেই। নিকট অতীতে নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ ভূমিকায় তারা জাতির আস্থা হারিয়েছে। দিনের ভোট আগের দিন রাতে করে সারাবিশ্বেই তারা কালিমা লেপন করেছে। আশা করি, আসন্ন নির্বাচনে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। জনগণকে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টি করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English