শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

টাঙ্গাইলে করোনায় প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

টাঙ্গাইলে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত এক পুলিশ কনস্টেবল আজ রোববার মৃত্যুবরণ করেছেন। ওই কনস্টেবলের নাম সাধন চন্দ্র বর্মণ (৪২)। তিনি গোপালপুর থানায় কর্মরত ছিলেন। করোনায় এই প্রথম জেলায় কোনো পুলিশ সদস্যের মৃত্যু হলো।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, সাধন চন্দ্র বর্মণ ১২ আগস্ট করোনা পজিটিভ শনাক্ত হন। ওই দিনই তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়। পরে ১৪ আগস্ট তাঁকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই আজ সকাল আটটায় তিনি মারা যান। তাঁর মরদেহ ঢাকা থেকে গোপালপুর আনা হচ্ছে।

সাধন চন্দ্র বর্মণের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়। তবে তাঁর পরিবার এখন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্থায়ীভাবে বসবাস করে। ঘাটাইলেই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

জেলা পুলিশ সূত্র জানায়, এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ৫১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সাধন চন্দ্র বর্মণই প্রথম কোনো পুলিশ সদস্য, যিনি মৃত্যুবরণ করলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪৪ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ১৭ জনই টাঙ্গাইল শহর ও আশপাশের এলাকার। জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৪ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৭৭৮ জনই সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৭০২ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English