পদ্মা নদীতে তীব্র স্রোত, নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রোববার সকাল থেকে এ নৌরুটে ১৬টি ফেরির মধ্যে মাত্র ৫টি ফেরি চলাচল করছে। রো-রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ১৭০টি পণ্যবাহী ট্রাকসহ ছোট বড় পাঁচ শতাধিক গাড়ি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, কিছুদিন যাবত পানি স্বল্পতার কারণে মাঝ পদ্মায় তীব্র ঘূর্ণীস্রোত ও নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে রো-রো ফেরিসহ মোট ১৬টি ফেরি থাকলেও তীব্র স্রোত ও নাব্যতা সঙ্কটের কারণে রোববার সকাল ৬টা থেকে পাঁচটি কেটাইপ ফেরি চলাচল করছে।
মুন্সীগঞ্জের মাওয়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সোহরাব হোসেন জানান, বেলা বাড়ার সাথে সাথে শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের জন্য যানবাহন বাড়তে শুরু করেছে। বর্তমানে ঘাট এলাকায় ১৭০টি পণ্যবাহী ট্রাক ও ছোট-বড়সহ পাঁচ শতাধিক গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশনা অনুযায়ী শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সকল ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পদ্মা নদীতে তীব্র স্রোত, নাব্যতা সঙ্কট ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে এমন নির্দেশনা দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।