এ মৌসুমের আইপিএলের ভাগ্যে যে কী লেখা আছে কে জানে! এরই মধ্যে করোনা-আতঙ্কে টাকার মায়া ছেড়ে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফিরে গেছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান সুরেশ রায়না। শোনা যাচ্ছে দলটির আরেক খেলোয়াড় ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিংও নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। করোনার মধ্যে খেলা নিয়ে ভয় পাচ্ছেন চেন্নাইয়ের আরেক খেলোয়াড় অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জশ হ্যাজলউড।
করোনাভাইরাস মহামারির কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল এবারের আইপিএলের ভাগ্য। ভারতের করোনা পরিস্থিতির এখনো তেমন উন্নতি হয়নি। এ কারণেই ভারত সরকারের অনুমতি নিয়ে এবারের আইপিএল হচ্ছে আরব আমিরাতে। টুর্নামেন্ট শুরু হতে আর মাসখানেক বাকি। জৈব-সুরক্ষিত পরিবেশে দর্শকবিহীন মাঠেই হবে খেলা। এরপরও অনেকেই বুঝতে পারছেন না টুর্নামেন্টটির ভাগ্যে শেষ পর্যন্ত কী লেখা আছে!
করোনাভাইরাস মহামারির কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল এবারের আইপিএলের ভাগ্য। ভারতের করোনা পরিস্থিতির এখনো তেমন উন্নতি হয়নি। এ কারণেই ভারত সরকারের অনুমতি নিয়ে এবারের আইপিএল হচ্ছে আরব আমিরাতে। টুর্নামেন্ট শুরু হতে আর মাসখানেক বাকি। জৈব-সুরক্ষিত পরিবেশে দর্শকবিহীন মাঠেই হবে খেলা। এরপরও অনেকেই বুঝতে পারছেন না টুর্নামেন্টটির ভাগ্যে শেষ পর্যন্ত কী লেখা আছে!
করোনাভাইরাস মহামারির কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল এবারের আইপিএলের ভাগ্য। ভারতের করোনা পরিস্থিতির এখনো তেমন উন্নতি হয়নি। এ কারণেই ভারত সরকারের অনুমতি নিয়ে এবারের আইপিএল হচ্ছে আরব আমিরাতে। টুর্নামেন্ট শুরু হতে আর মাসখানেক বাকি। জৈব-সুরক্ষিত পরিবেশে দর্শকবিহীন মাঠেই হবে খেলা। এরপরও অনেকেই বুঝতে পারছেন না টুর্নামেন্টটির ভাগ্যে শেষ পর্যন্ত কী লেখা আছে!
নিয়ম করা হয়েছে আরব আমিরাতে পৌঁছানোর পর আইপিএলের প্রত্যেক দলের খেলোয়াড়, কোচ ও অন্যান্য সদস্যদের ৬ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। চেন্নাই সুপার কিংসের সদস্যদের জন্য ৬ দিনের এই কোয়ারেন্টিন এরই মধ্যে ১৪ দিনের হয়ে গেছে। কারণ দুই ক্রিকেটার দীপক চাহার ও রুতুরাজ গায়কোয়াড়সহ চেন্নাইয়ের ১৩ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যেই গত সপ্তাহে ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে গেছেন রায়না। ভারতের সংবাদমাধ্যমের খবর, করোনার ভয়েই এটা করেছেন তিনি।
‘আরও অনেক খেলোয়াড় আছে যাদের মনের অবস্থা সুরেশ রায়নার মতো। আশা করছি আইপিএলের দলগুলো এটা মাথায় রাখবে। অনেক কোচের মানসিক অবস্থাও এ রকম। তিন মাসের জন্য জৈব-সুরক্ষিত পরিবেশে থাকা নিয়ে অনেক সাপোর্ট স্টাফও মানসিক লড়াই করছে।’
প্যাডি আপটন, মানসিক স্বাস্থ্য বিষয়ক কোচ
দুবাইয়ে এখনো দলের সঙ্গে যোগ দেননি হরভজন। আজ তাঁর ভারত থেকে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার কথা। কিন্তু ইনসাইডস্পোর্টসের খবর, হরভজন দুবাই নাও যেতে পারেন। ভারতের সাবেক অফ স্পিনারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি এই খবর দিয়েছে। ঘনিষ্ঠ ওই সূত্র বলেছে, ‘চেন্নাই সুপার কিংসের বর্তমান পরিস্থিতি তাকে উদ্বিগ্ন করে তুলেছে। সে তার যাওয়ার তারিখ বদলাতে পারে, এমনকি এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়েও নিতে পারে।’
চেন্নাই সুপার কিংসের বর্তমান পরিস্থিতি ভাবিয়ে তুলেছে হ্যাজলউডকেও। এক কনফারেন্স কলে রিপোর্টারদের তিনি বলেছেন, ‘আমাদের দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে সব খবরই আমরা পাই। গ্রুপে যে তথ্য পেয়েছি সেটা কিছুটা হলেও উদ্বেগের।’
খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা দক্ষিণ আফ্রিকার প্যাডি আপটন মনে করেন এবারের আইপিএল থেকে আরও অনেকেই সরে দাঁড়াতে পারেন, ‘আরও অনেক খেলোয়াড় আছে যাদের মনের অবস্থা সুরেশ রায়নার মতো। আশা করছি আইপিএলের দলগুলো এটা মাথায় রাখবে। অনেক কোচের মানসিক অবস্থাও এ রকম। তিন মাসের জন্য জৈব-সুরক্ষিত পরিবেশে থাকা নিয়ে অনেক সাপোর্ট স্টাফও মানসিক লড়াই করছে।’