শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ইউটিউবে বিজ্ঞাপন বিড়ম্বনা থেকে বাঁচতে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০ জন নিউজটি পড়েছেন

ব্রাউজারগুলোতে বিনা বিজ্ঞাপনে ওয়েবসাইট দেখার ফিচারে জোর দেয়া হচ্ছে। অর্থাৎ ব্রাউজার থেকে কেউ কোনো সাইটে ঢুকলে সেখানে থাকা অ্যাডসেন্সের মতো থার্ড পার্টির বিজ্ঞাপন প্রদর্শন হবে না। ব্রাউজার সেটিংস থেকে বিজ্ঞাপনগুলোকে ব্লক করে রাখা যায়। এর চেয়েও সহজ ইউটিউবের ভিডিওর বিজ্ঞাপন বন্ধ রাখা! রেডিটরে একজন এক্সপার্ট ইউটিউবে বিজ্ঞাপনবিহীন ভিডিও দেখা নিয়ে পোস্ট করতেই কয়েকটি টেক সাইটে খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। ওই এক্সপার্টের দাবি, ব্রাউজারের ইনকগনিটো মোডে গিয়ে ইউটিউব দেখলে এ সুবিধা পাওয়া যাবে। তবে এর জন্য ইউটিউব ভিডিও লিঙ্কের ডটকমের পরে ও স্ন্যাশের (/) আগে একটি বাড়তি ডট (.) জুড়ে দিতে হবে।

অর্থাৎ ইউটিউব ভিডিওর লিঙ্ক যদি youtube.com/xyz হয় তাহলে ব্রাউজারে ডটকমের পর এভাবে একটি বাড়তি ডট দিতে হবে youtube.com./xyz

আর কেউ যদি কোনো ট্রিক ছাড়াই স্বাভাবিক নিয়মে বা প্রচলিত উপায়ে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখতে চান, তাহলে খরচ করে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English