রংপুর বিভাগের ৮ জেলায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮ টা পর্যন্ত করোনা ভাইরাসে নতুন করে বেড়ে ১৯১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। একই সময়ে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী এবং লালমনিরহাট জেলায় ১ জন করে মৃত্যু হয়েছে।
এ নিয়ে রংপুর বিভাগের ৮ জেলায় মোট করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৪৩০ জন এবং মৃত্যু ৪ জনসহ বেড়ে দাঁড়াল ১৮১ জনে। এসব জেলা থেকে এ পর্যন্ত ৮ হাজার ২৪০ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমীন আহমেদ খাঁন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত গাইবান্ধায় ৫৮, রংপুরে ৫৪, দিনাজপুরে ২০, কুড়িগ্রামে ১৮, ঠাকুরগাঁও জেলায় ১৩, নীলফামারী জেলায় ১২, লালমনিরহাটে ১০ এবং পঞ্চগড়ে ৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ৮ জেলায় করোনায় মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৪৩৯ জনে এবং এই বিভাগের ৮ জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮১ জনে।
এদিকে করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৭ জনসহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৬৬ জন। একই সময়ে রংপুর বিভাগে ৫২৫ জনসহ মোট ৬৮ হাজার ৪৩১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।