শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৫৮২, মৃত্যু ৩৫ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

দেশে গেল ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৪টি নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮২ জন। আক্রান্তদের মধ্য থেকে একই সময়ে মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো চার হাজার ৩৫১ জন। এসময়ে নতুন করে সব মিলিয়ে দেশে আক্রান্তের মোট সংখ্যা তিন লাখ ১৭ হাজার ৫২৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৮৩৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ১৬ জন। বুধবার ( ২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বের নানা প্রান্তে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৬১ হাজার ৭০৩ জন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ১৫৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হয়েছেন ১ কোটি ৮২ লাখ ১২ হাজার ৬৪৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English