মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা গৌরব চোপড়ার মা। মায়ের মৃত্যুর ১০ দিন পরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার বাবা স্বতন্ত্র চোপড়াও মারা গেলেন।
দিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন গৌরবের মা। হাসপাতালে তাকে দেখভাল করতেন তার বাবা। সেই সময়ে তিনি করোনায় আক্রান্ত হন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরব নিজেই। তিনি লিখেছেন– ‘মা আমাদের ছেড়ে চলে গেছেন ১৯ আগস্ট। এবং বাবা চলে গেলেন ২৯ আগস্ট। ১০ দিন… তারা দুজনেই চলে গেলেন।’