শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

করোনা আক্রান্ত হয়ে বিশ্বে ৭ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু: অ্যামেনেস্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত কমপক্ষে সাত হাজার স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর্মী মারা গেছেন মেক্সিকোতে। দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৩০০’র বেশি স্বাস্থ্যকর্মী করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে ১ হাজার ৭৭ জন, যুক্তরাজ্যে ৬৪৯ জন, ব্রাজিলে ৬৩৪ জন, রাশিয়ায় ৬৩১ জন এবং ভারতে ৫৭৩ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ নিয়ে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের অর্থনৈতিক ও সামাজিক বিচার বিভাগের প্রধান স্টেভ ককবার্ন বলেন, প্রত্যেক স্বাস্থ্যকর্মীর কাজে সুরক্ষিত থাকার অধিকার রয়েছে। এটি একটি কলঙ্ক যে অনেককেই চরম মূল্য দিতে হচ্ছে।

ককবার্ন আরো বলেন, মহামারির বেশ কিছু মাস পার হয়ে গেলেও এখনো যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিলে স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর হার ভয়াবহ। দক্ষিণ আফ্রিকা এবং ভারতে দিন দিন সংক্রমণ বাড়ছে। ফলে বিভিন্ন রাজ্যে এখনই জরুরি পদক্ষপ নেওয়া উচিত। নাহলে সংক্রমণের গতি কোনোভাবেই ঠেকানো সম্ভব হবে না।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English