শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

করোনা আসলে কোন ধরনের রোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

কোভিড-১৯ রোগী কি এলার্জি, কমন কোল্ড নাকি ফ্লু? একজন মানুষ আসলে কী রোগে আক্রান্ত- তা জানে না বলেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।

কোভিড-১৯

কোভিড-১৯ একটি সংক্রামক রোগ, যা করোনাভাইরাস দ্বারা হয়ে থাকে। করোনায় আক্রান্ত অধিকাংশ মানুষই হালকা থেকে মাঝারি শ্বাসজনিত অসুস্থতা অনুভব করে থাকেন।
অধিকাংশ মানুষই বিশেষ কোনো চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যান। অপেক্ষাকৃত বয়স্কদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।

যাদের অন্য একটি ঘাতক বা জটিল ব্যাধি যেমন- হার্টের রোগ, কিডনি রোগ, ক্যান্সার, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অথবা লিভারের রোগ রয়েছে, তাদের জন্য এই রোগ বেশি প্রাণঘাতী।

কমন কোল্ড
কমন কোল্ডও একটি ভাইরাল সংক্রমণ, যা বিভিন্ন ধরনের ভাইরাস দ্বারা হতে পারে। ভাইরাস সাধারণত নাক এবং গলায় সংক্রমিত হয়ে থাকে। কমন কোল্ড হলে একজন রোগী স্বল্প থেকে মাঝারি মাত্রায় অসুস্থ হতে পারে।

কমন কোল্ডের লক্ষণ হিসেবে প্রথমে কফ বা কাশি প্রডাক্টিভ হবে কিন্তু পরে শুকনো কাশি হয়ে যায়। ফ্লুয়ের ক্ষেত্রে কফ শুকনো হয়ে থাকে এবং বেশি হয়ে থাকে।

ফ্লু অথবা ইনফ্লুয়েঞ্জাও

ফ্লু অথবা ইনফ্লুয়েঞ্জাও একটি সংক্রামক ভাইরাল রোগ, যা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা হয়ে থাকে। ফ্লু ভাইরাসের কারণে স্বল্প থেকে মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে, যা বিশেষ করে নবজাতক এবং ছোট শিশুদের মাঝে বেশি দেখা যায়।

ফ্লুয়ের ক্ষেত্রে অধিকাংশ রোগীরা ১০০ থেকে ১০২ ডিগ্রি জ্বর অনুভব করে থাকেন। ফ্লু ভাইরাসের লক্ষণ হিসেবে সবার জ্বর দেখা যায় না। ফ্লুয়ের লক্ষণগুলো এক সপ্তাহ থেকে দু’সপ্তাহ থাকতে পারে।

কোভিড-১৯-এর ক্ষেত্রে কফ দেখা যায়। তবে ব্যতিক্রম দেখা যেতে পারে। এলার্জির ক্ষেত্রে কফ বিরল। যেহেতু কমন কোল্ড এবং ফ্লু- উভয়ই ওপরের শ্বাসনালির সংক্রমণ তাই উভয় ক্ষেত্রেই লক্ষণ হিসেবে কফ বা কাশি থাকাটাই স্বাভাবিক।

ফ্লুয়ের জটিলতা হিসেবে নিউমোনিয়া দেখা দিতে পারে, যা রোগীকে অত্যন্ত অসুস্থ করে দেয় এবং মাঝে মাঝে হাসপাতালে ভর্তি করাতে হয়।

শ্বাস নিতে সমস্যা কোভিড-১৯-এর ক্ষেত্রে কমন অর্থাৎ দেখা যায়, এলার্জির ক্ষেত্রে বিরল, ঠাণ্ডা বা কোল্ডজাতীয় সমস্যায় দেখা যায় না, ফ্লুয়ের ক্ষেত্রেও কম দেখা যায়।

কোভিড-১৯-এর ক্ষেত্রে যদি শ্বাস নিতে সমস্যা হয় তবে সেক্ষেত্রে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে অক্সিজেন দিতে হবে।

নাকে গন্ধ না পাওয়া সম্পর্কে জেনে নিতে হবে। কোভিড-১৯-এর ক্ষেত্রে মাঝে মাঝে আপনি নাকে গন্ধ নাও পেতে পারেন।

এলার্জি, কমন কোল্ড এবং ফ্লুয়ের ক্ষেত্রেও মাঝে মাঝে নাকে গন্ধ হারিয়ে যেতে পারে। তবে এটির পরিমাণ কম।

কোভিড-১৯সহ কমন কোল্ড, ফ্লু, এলার্জির লক্ষণগুলো সম্পর্কে আমাদের সচেতন হওয়া প্রয়োজন যাতে করে আমরা কোনো ধরনের জটিল বা মারাত্মক অবস্থার স্বীকার না হই। সচেতনতাই পারে অনেক বিপদ থেকে রক্ষা করতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English