শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়য়া-দক্ষিণ ধীতপুর গ্রামের বদিউর রহমান হত্যা মামলায় একজনের ফাঁসি ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম রবিবার এই দ- ও প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করেন। পলাতক রয়েছেন ফাঁসির দ-প্রাপ্ত আব্দুস সাত্তার।

যাবজ্জীবন দ-প্রাপ্ত অন্য আসামিরা হলেন- আবু তাহের, মো. তবারক হোসেন, মো. মেনু মিয়া, মো. নূরুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন। সাক্ষ্য প্রমাণের অভাবে এই মামলায় অভিযুক্ত ১০ জনকে বেকসুর খালাস দেওয়া হয় এবং একজন আসামি বিচার চলাকালে মারা যান।

মামলার বিবরণে প্রকাশ, পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ২৪ জুলাই দুপুরে আসামিরা দেশীয় অস্ত্রে নিয়ে ভিকটিম বদিউর রহমানের ছেলে মো. গোলাপ মিয়াকে ধাওয়া করে স্থানীয় মসজিদের সামনে মাটিতে ফেলে মারপিট করতে থাকে। চিৎকার শুনে তার বাবা বদিউর রহমান এগিয়ে এলে আসামিরা বল্লম ও কিরিচ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ১৭ জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি জীবন কুমার রায় এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোটেক অশোক সরকার।

এপিপি জীবন কুমার রায় জানান, রায় ঘোষণার সময় যাবজ্জীবন দ-প্রাপ্ত ও খালাসপ্রাপ্ত আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English