মারণভাইরাস করোনায় আক্রান্ত বলিউডের অভিনেতা অর্জুন কাপুর। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি। করোনা আক্রান্ত হলেও তার মধ্যে কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন অর্জুন। চিকিৎসকরা তাকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
অর্জুন ইনস্টাগ্রামের দেওয়া এক পোস্টে লিখেছেন, আপনাদের সকলকে আমার এটা জানানো উচিত যে আমি করোনা আক্রান্ত হয়েছি। আমি ঠিক আছি এবং আমার কোনো উপসর্গ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি বাড়িতে আইসোলেশনে রয়েছি। কর্তৃপক্ষের নির্দেশে আমি এখন হোম কোয়ারেন্টিনে থাকবো। আপনাদের সকলের সমর্থনের জন্য আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে স্বাস্থ্যের সম্পর্কে সমস্তটা জানাতে থাকবো। এটা একটা কঠিন সময়ে এবং আমার বিশ্বাস যে মানবজাতি এই ভাইরাসের সঙ্গে লড়েবে।
অর্জুন কাপুরকে শেষ দেখা গেছে পানিপথ ছবিতে। তার বিপরীতে অভিনয় করেছেন কৃতি সানন। তবে এই মুহূর্তে কোনো ছবির কাজ শুটিংয়ের যাচ্ছেন না তিনি। কারণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজেকে কোয়ারেন্টিনে করে রাখছেন অর্জুন।