শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

ইউজিসি সদস্যদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নতুন দু’জন সদস্য যোগ দেওয়ায় সদস্যদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শাহীদুল্লাহ রোববার দায়িত্ব পুনর্বণ্টন করেন। পরে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ৩ সেপ্টেম্বর সরকার ইউজিসিতে নতুন দুই সদস্য নিয়োগ দেয়। গত বৃহস্পতিবার তারা কমিশনে যোগ দেন। তারা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র।

রোববার নতুন করে দায়িত্ব বণ্টন করায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ ও বিডিরেনের দেখভাল করবেন। সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন দেখবেন রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ও আইএমসিটি বিভাগ। সদস্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন দেখভাল করবে প্রশাসন এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ।

সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্রকে দেওয়া হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এসপিকিউএ বিভাগের দায়িত্ব। অন্য সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহেরকে দেওয়া হয়েছে অ্যাকাউন্টস, ফিন্যান্স এবং জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের দায়িত্ব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English