রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

ভারতে করোনা শনাক্ত ৫০ লাখ ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

ভারতে করোনাভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত ব্যক্তির মোট সংখ্যা ৫০ লাখ ছাড়াল। আজ বুধবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৯০ হাজার ১২৩ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ায় ৫০ লাখ ২০ হাজার ৩৬০।

২৪ ঘণ্টায় ভারতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৯০ জন। মোট মারা গেছেন ৮২ হাজার ৬৬ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। এই তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। ব্রাজিলের অবস্থান তৃতীয়।

যুক্তরাষ্ট্রে মোট শনাক্তের সংখ্যা ৬৬ লাখ ছাড়িয়েছে। মৃত মানুষের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৭৬৫।

ব্রাজিলে মোট শনাক্তের সংখ্যা ৪৩ লাখ ৮২ হাজার ২৬৩। মোট মৃত মানুষের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ১১৯।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভারতে এখন বিশ্বের যেকোনো দেশের চেয়ে দ্রুত করোনার সংক্রমণ ছড়াচ্ছে। কয়েক দিন ধরে দেশটিতে দৈনিক ৯০ হাজারের বেশি করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হচ্ছেন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে মোট ৩৯ লাখ ৪২ হাজার ৩৬১ জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৮ দশমিক ২৮ শতাংশ।
ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যের শীর্ষে এখনো মহারাষ্ট্র। এরপরই রয়েছে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ও উত্তর প্রদেশ রাজ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English