রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

টি-২০ বিশ্বকাপ জয় আমাদের স্বপ্ন: রশিদ খান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান জাতীয় দলের উত্থান টি-২০ ক্রিকেট দিয়ে। এক ঝাঁক ক্রিকেটার টি-২০ ফরম্যাট দিয়েই দেশটির ক্রিকেট এগিয়ে নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে তারা সমীহ অর্জন করে নিয়েছে বড় বড় দলের। এরপর তারা ওয়ানডে ক্রিকেটে ভালো করছে। চারটি টেস্টের দুটিতে জিতে ক্রিকেটের এলিট ফরম্যাটেও ভালোর আভাস দিয়েছে।

কিন্তু টেস্ট কিংবা ওয়ানডেতে বড় স্বপ্ন দেখার এখনও ঢের বাকি আফগানিস্তানের। তবে টি-২০ ফরম্যাট নিয়ে স্বপ্ন দেখেন রশিদ খানদের মতো তরুণরা। স্বপ্ন দেখেন বিশ্বকাপ জিতবেন। ভারতের স্পিনার রবিশচন্দন অশ্বিনের সঙ্গে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের চ্যানেলে এক আলাপে সেই স্বপ্নের কথাই বলেছেন রশিদ খান। জানিয়েছেন টি-২০ বিশ্বকাপ শিরোপ ছুঁয়ে দেখার স্বপ্নের কথা।

রশিদ খান বলেছেন, ‘আমি মনে করি এখন দলের সবচেয়ে বড় অর্জন হবে টি-২০ বিশ্বকাপ জেতা। ওই শিরোপার দিকেই আমরা তাকিয়ে আছি। আমাদের দেশের জনগন এখন ওই শিরোপার স্বপ্ন দেখে। কারণ আমাদের হাতে টি-২০ বিশ্বকাপ জেতার মতো দক্ষতা আছে, প্রতিভা আছে। আমাদের হাতে ভালো স্পিনার আছে, পেসার আছে। দক্ষ ব্যাটসম্যান আছে। শুধু আমাদের অভাব হলো বড় দলের বিপক্ষে পরীক্ষা দেওয়া। আমরা বড় দলের বিপক্ষে খেলার খুব বেশি সুযোগ পায় না।’

রশিদ খানের মতে, তারা অনেকগুলো সিড়ি মাড়িয়ে এসেছেন। এক সময় দেশের মানুষের এবং ক্রিকেটারদের স্বপ্ন ছিল আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করা এবং টেস্ট মর্যাদা অর্জন করা। সেটা তারা পেয়ে গেছেন। রশিদ খানের মতে, ধারণা অপেক্ষা একটু আগেই তারা টেস্ট মর্যাদা পেয়েছেন। এখন তাই তাদের স্বপ্ন বিশ্বকাপ নিয়ে। আর সেই পথে এগিয়ে যেতে বড় দলের বিপক্ষে খেলার এবং জেতার অভিজ্ঞতা অর্জন করতে হবে তাদের।

ডিআরএস উইথ অ্যাস শো’তে রশিদ খান বলেছেন, ‘আমার, আমাদের দলের এবং দেশের মানুষের স্বপ্ন হলো আমরা একদিন বিশ্বকাপ জিতবো। সেটাই হবে দেশের এবং আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন। ইনসাআল্লাহ। আমরা যদি নিয়মিত বড় দলের বিপক্ষে খেলার আরও বেশি সুযোগ পায় তাহলে অভিজ্ঞ হয়ে উঠবো। কারণ আমরা এরই মধ্যে টি-২০ ক্রিকেটারের জন্য বিখ্যাত দল হয়ে উঠেছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English