রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

হা-ডু-ডু ফিরলো

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪ জন নিউজটি পড়েছেন

হারিয়ে যেতে চলা ঐতিহ্যবাহী কাবাডি বা হা-ডু-ডু খেলাকে ফিরে আনতে বরিশালের আগৈলঝাড়ার যুবকরা উদ্যোগ নিয়েছে। গৈলা যুব সংঘের উদ্যোগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গৈলা ইউনিয়ন বড়ইতলা বালুর মাঠে এক প্রীতি হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বড়ইতলা একাদশ ও শরিফাবাদ একাদশ। জাতীয় এই খেলাকে ঘিরে দুপুর থেকেই উৎসব মুখর হতে থাকে আশপাশের এলাকা। খেলা উপভোগ করতে নারী-পুরুষসহ সব বয়সের মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়।

খেলার আয়োজক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সবুজ আকন বলেন, বাঙালির আদি ক্রীড়া ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ‘গ্রামীণ ক্রীড়া ফেডারেশন’ গঠন করা দরকার। আগামী প্রজন্মকে আমাদের এসব খেলাগুলোকে জানাতে হবে।

খেলার উদ্যোক্তা আবুল বশার সরদার বলেন, গ্রামবাংলার প্রাচীনতম কাবাডি (হা-ডু-ডু) খেলা আমাদের দেশের জাতীয় খেলা হলেও এখন তা হারিয়ে যেতে বসেছে। জাতীয় এই খেলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যায় আগামী বছরেও হা-ডু-ডু খেলা আয়োজন করা হবে।

খেলা পরিচালনায় ছিলেন- নুর মোহম্মদ গাজী, তালুকদার মনিরুজ্জামান মনির ও হাফিজুল সরদার।

খেলায় শরিফাবাদ একাদশ গৈলাএকাদশকে দুই গোলে হারিয়ে শিরোপা জয় করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English