শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

রাজধানীর কুকুর অপসারণ বন্ধে হাইকোর্টে রিট

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

রাজধানী থেকে বেওয়ারিশ কুকুর অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার নামে দুটি প্রাণী কল্যাণ সংগঠন এবং অভিনেত্রী জয়া আহসান এ রিটের আবেদনকারী।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বৃহস্পতিবার রিটটি দায়ের করা হয় বলে জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবী সাকিব মাহবুব।

তিনি বলেন, ২০১৯ সালের প্রাণী কল্যাণ আইনের ৭ ধারা অনুযায়ী কুকুরসহ বেওয়ারিশ প্রাণী অপসারণ করা যাবে না। অথচ টিএসসি ও ধানমন্ডি থেকে বেওয়ারিশ কুকুর তুলে নিয়ে মাতুয়াইলে ছেড়ে দিয়েছে ডিএসসিসি, যা আইন সমর্থন করে না। এসব যুক্তিতে রিটটি করা হয়েছে।

রিটে ডিএসসিসির কার্যক্রম বন্ধের নির্দেশনা চাওয়ার পাশাপাশি বেওয়ারিশ কুকুরগুলো স্থানান্তরে সংস্থাটির উদ্যোগ কেন বেআইনি ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল চাওয়া হয়েছে।

স্বাস্থ্য, প্রাণিসম্পদ ও আইন সচিব এবং ডিএসসিসিসহ আটজনকে রিটে বিবাদী করা হয়েছে।

আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English