সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ইলিশ নিধনে ১৪ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২ জন নিউজটি পড়েছেন

চলতি বছরের ইলিশের ভরপুর মৌসুম ২৬ দিন পর শেষ হচ্ছে। ১৪ অক্টোবর শুরু হবে ইলিশ ধরা এবং ক্রয়-বিক্রয় ও পরিবহনে ২২ দিনের নিষেধাজ্ঞা। ইলিশের প্রজনন বৃদ্ধি নিরাপদ করতে প্রতি বছর আশ্বিন মাসে ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে এক সভায় আগামী ১৪ অক্টোবর এ নিষেধাজ্ঞা শুরুর দিন-ক্ষণ চূড়ান্ত করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন।

মৎস্য অধিদপ্তরের ইলিশ ব্যবস্থাপনা কার্যক্রমের সমন্বয়কারী মাসুদ আরা মমি বলেছেন, এবার নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ করতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নদীতে মন্ত্রী নিজে উপস্থিত থাকতে চেয়েছেন।

সভায় সব সংস্থাকে ইলিশ রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, আসন্ন ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে ৪ নভেম্বর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English