রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

খুলনা বিভাগে এক দিনে নতুন শনাক্ত ৮০

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

খুলনা বিভাগে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণের পর সুস্থ হওয়া রোগীর সংখ্যা সাড়ে ১৭ হাজার ছাড়িয়েছে। আজ শুক্রবার সকাল পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২০৩ জন সুস্থ হয়েছেন। এ সময়ের মধ্যে নতুন করে ৮০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে করোনা সংক্রমিত হয়ে বিভাগে মারা গেছেন একজন। ওই রোগী যশোরের।

শুরু থেকে সব মিলিয়ে বিভাগে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ২১ হাজার ১২১। এর মধ্যে এখন সুস্থ রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৩৫। বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার ১৮৩তম দিনে গতকাল বৃহস্পতিবার সংক্রমিত রোগীর সংখ্যা ২১ হাজার ছাড়ায়। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত আসা নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৮০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে বাগেরহাটে রয়েছেন ৪ জন, চুয়াডাঙ্গায় ৮, যশোর ও ঝিনাইদহে ১৩ জন করে, খুলনায় ১৫, কুষ্টিয়ায় ১২ , মাগুরায় ৫, মেহেরপুরে ২, নড়াইলে ৭ ও সাতক্ষীরায় ১ জন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা বলেন, এ বিভাগে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ শতাংশের একটু বেশি। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।

২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোরে ১ রোগী মারা যাওয়ায় বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৫। এর মধ্যে খুলনায় রয়েছেন ৯৩ জন, কুষ্টিয়ায় ৬৫, বাগেরহাটে ২২, চুয়াডাঙ্গায় ৩২, ঝিনাইদহে ৩১, যশোরে ৪৪, নড়াইলে ২০, সাতক্ষীরায় ৩০, মাগুরায় ১৩ ও মেহেরপুরে ১৫ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, বিভাগে এ পর্যন্ত খুলনা জেলায় সর্বোচ্চ ৬ হাজার ১৯৮ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া যশোরে ৩ হাজার ৭২৪ জন, কুষ্টিয়ায় ৩ হাজার ১৩৪, ঝিনাইদহে ১ হাজার ৮৫১, চুয়াডাঙ্গায় ১ হাজার ৩৮৫, নড়াইলে ১ হাজার ২৯১, সাতক্ষীরায় ১ হাজার ৯০, বাগেরহাটে ৯৭৩, মাগুরায় ৮৮৪ ও মেহেরপুরে ৫৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English