অস্ট্রেলিয়ায় তাসমানিয়া দ্বীপের উপকূলে আটকা পড়া ২৭০টি তিমির মধ্যে কমপক্ষে ৯০টির মৃত্যু হয়েছে। আরও তিমি মৃত্যুর পথে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকারীরা।
তাসমানিয়ার পশ্চিম উপকূলে বহু সংখ্যক তিমির আটকা পড়ার ঘটনাটি সোমবার প্রকাশ পায়। মঙ্গলবার ২৫ তিমিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর বিবিসির
পাইলট তিমিগুলোর মধ্যে যেগুলো এখনও বেঁচে আছে তাদের রক্ষার চেষ্টা করছেন জীববিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, এর জন্য কয়েকদিন সময় লাগবে।
কী কারণে তিমিগুলো তীরে চলে এসেছে তা এখনও জানা যায়নি। সৈকতে তিমি চলে আসা ওই এলাকায় সাধারণ ঘটনা হলেও ২০০৯ সালের পর থেকে এত তিমিকে একসঙ্গে সাগর থেকে উঠে আসতে দেখা যায়নি।
তাসমানিয়ান মেরিটাইম কনসারভেশন প্রোগ্রামের উদ্ধারকারীরা সোমবার রাতে পশ্চিম উপকূলে পৌঁছান। তারা জানান, দ্বীপের ম্যাককুয়েরি হেডস নামক একটি এলাকাজুড়ে তিনটি দলে তিমিগুলোকে পাওয়া গেছে, দ্বীপের একটি প্রত্যন্ত অন্তরীপের এই এলাকাটিতে যাওয়ার তেমন কোনো রাস্তা নেই এবং জলযানও ওই এলাকায় খুব কম যায়।
প্রায় ২০০ তিমিকে একটি বালুচরে পাওয়া যায়, কয়েকশত মিটার দূরে পাওয়া যায় আরও ৩০টি তিমিকে। অন্য আরও ৩০টি তিমিকে কাছাকাছি আরেকটি জায়গায় পাওয়া যায়।
বন্যপ্রাণী বিষয়ক জীববিদ ড. ক্রিস কার্লিয়