ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধাওয়া খেয়ে নাগর নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আদু মিয়া (২৭) নামে এক যুবক।
উপজেলার কোটপাড়া সীমান্তের নাগর নদীতে নিখোঁজের ১১ দিন পর লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত আব্দুল আলীম ওরফে আদু মিয়া (২৭) বালিয়াডাঙ্গী উপজেলার যুগিহার তারাঞ্জু বাড়ি গ্রামের মো. এজাবুলের ছেলে।
আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকালু জানান, বালিয়াডাঙ্গীর রত্নাই বিওপির সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের ৩০ গজ ভেতরে নাগর নদীতে মঙ্গলবার বিকালে স্থানীয়রা ভাসমান একটি লাশ দেখতে পান। পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির রত্নাই বিওপিতে জানালে তারা গিয়ে লাশটি উদ্ধার করে। পরে আদু মিয়ার আত্মীয়স্বজন লাশটি শনাক্ত করেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, গত ১৮ সেপ্টেম্বর ভোরে কোটপাড়া সীমান্ত ফাঁড়ির ৩৮৩/২ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে আয়রন ব্রিজের নিচ দিয়ে ৭-৮ জন বাংলাদেশি নাগরিক গরু আনার জন্য ভারতে প্রবেশ করে।
এ সময় ভারতের ১৭১ সোনামতি বিএসএফ টহল দল তাদের ধাওয়া দিলে তারা সবাই নাগর নদীতে ঝাঁপ দেয়। পরে অন্যরা ফিরে আসতে সক্ষম হলেও আদু মিয়া নিখোঁজ হন।