রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

অসহায়ত্বের আবেগগুলোই মাথায় ঘুরছে: প্রিয়াঙ্কা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

ভারতে এক তরুণীকে ধর্ষণ নিয়ে প্রতিবাদী মন্তব্য করছেন বলিউড নারী তারকারা। সারাদেশ এই ঘটনার নিন্দায় সরব হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া এবার এই ঘটনায় সরব হলেন। প্রিয়াঙ্কার দাবি, চিত্কার শুনেও আইন মুখে কুঁলুপ এঁটে রয়েছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কা লেখেন, ‘অসম্মান, অবমাননা, হেনস্থা, নৈরাশা, দুঃখ ও অসহায়ত্বের আবেগগুলোই মাথায় ঘুরছে। ওদের সঙ্গে যা হলো অমানবিক এবং বর্বরতার সীমা ছাড়ালো। কেন? বারবার। সবসময়ে মহিলা, বাচ্চা মেয়েরা অনবরত ধর্ষণের শিকার হয়ে চলেছে। আমরা কাঁদি। ওরা কাঁদে। কিন্তু তাও কেউ কান্নার শব্দ শুনতে পায় না। এত ঘৃণা কেন? আইন কী এত কান্নার চিত্কার শুনেও মুখ বন্ধ করে রয়েছে। আর কতজন নির্ভয়াকে এমন সহ্য করতে হবে আর কত বছর ধরে।’

প্রিয়াঙ্কার এই পোস্ট মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাষ্ট্র সঙ্ঘের চিলড্রেন ফান্ডের সঙ্গে অনেকবছর ধরে কাজ করছেন প্রিয়াঙ্কা। ২০১৬ সালে তিনি গ্লোবাল ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসেডর হন। তাই এর আগেও মহিলাদের অধিকার ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মহিলা উদ্যোগপতিদের উত্সাহ জাগিয়েছেন।

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর ধর্ষিত হওয়া দলিত তরুণী তার মায়ের সঙ্গে মাঠে গিয়েছিলেন। তখনই তাকে অপহরণ করে গণধর্ষণ করা হয়। এরপর তাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলে জানা যায়। প্রথমে তাকে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সোমবার অবস্থার অবনতি হলে তাকে দিল্লির সফদর জং হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মঙ্গলবার তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English