রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

‘গুলশানের বাড়িতে বসে, হোটেলে বসে রাজনীতি হয় না’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

গণফোরামের দুই অংশই জাতীয় প্রেসক্লাবে ১৭ অক্টোবর পৃথক কর্মসূচি ডেকেছে। ওই দিন প্রেসক্লাবের ভেতরের মিলনায়তনে আহ্বায়ক কমিটির সভা ডেকেছেন দলের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। দলের অন্য অংশটি নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে প্রেসক্লাবের বাইরে ওই দিন মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ অংশে রয়েছেন দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন (মন্টু), সাবেক নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ও অধ্যাপক আবু সাইয়িদ।

রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল উপলক্ষে শনিবার সকালে প্রস্তুতি সভা করেন মোস্তফা মহসিন, সুব্রত চৌধুরী ও অধ্যাপক আবু সাইয়িদের নেতৃত্ব দেওয়া অংশটি। এই অংশ আগামী ২৬ ডিসেম্বর নতুন কাউন্সিলের ঘোষণা দিয়েছে। সভা শেষে মোস্তফা মহসিন সাংবাদিকদের বলেন, গুলশানের বাড়িতে বসে, হোটেলে বসে রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে রাজপথে থাকতে হবে, পার্টি অফিসে আসতে হবে। নতুন কাউন্সিলে ড. কামাল হোসেনকেও ডাকা হবে বলে জানান তিনি।

গণফোরাম ভাঙছে কি না জানতে চাইলে মোস্তফা মহসিন বলেন, ‘আমি তা মনে করি না। গণফোরামের শুরু ১৯৯৩ সালের ২৯ আগস্ট প্রায় ৫ হাজার কাউন্সিলর নিয়ে। তাঁদের মতামতের ভিত্তিতে গণফোরাম গঠিত হয়। তাই কাউন্সিলরদের মতামতের ভিত্তিতেই নতুন নেতৃত্ব হবে।’

প্রস্তুতি সভায় গণফোরামের এই অংশের অন্য নেতাদের মধ্যে ছিলেন জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আহমেদ, লতিফুল বারী হামীম, হেলাল উদ্দিন প্রমুখ। এর আগে গত ২৬ অক্টোবর বর্ধিত সভা ডেকে গণফোরামের এই অংশের নেতারা দলের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, আহ্বায়ক কমিটির সদস্য মোহসিন রশিদ, আ ও ম শফিক উল্লাহ ও মোশতাক আহমেদকে সংগঠনের ঐক্য ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডের জন্য বহিষ্কারের ঘোষণা দেন। তবে সেদিন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেছিলেন, ‘যাঁরা কাউন্সিল ডেকেছেন, তাঁদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তাঁরা তো দলে থেকে এগুলো করতে পারেন না।’

শনিবারের সভার বিষয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোশতাক আহমদ বলেন, পাল্টাপাল্টির রাজনীতি বেশি দিন চলে না। অন্যদের কার্যক্রম যা-ই হোক, ইতিবাচকভাবেই গণফোরামের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম চলবে। গণফোরামের বর্তমান কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির কেউ ওই মানববন্ধনের সঙ্গে নেই। ১৭ অক্টোবরের সভায় সবাইকে আমন্ত্রণ জানানো হবে।

গণফোরামের কেন্দ্রীয় কার্যালয় এখন কোনটি, জানতে চাইলে মোশতাক আহমদ বলেন, ‘আরামবাগের অফিসটি গত মাসে আমরা ছেড়ে দিয়েছি। নতুন অফিস পুরানা পল্টনে সিদ্দিক ম্যানশনে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English